শনিবার, ১৪ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮০১ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮০১/০৮: কুতায়বা (রঃ) ……… হযরত বারা‘আ ইব্ন আযিব (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) আমাদের নির্দেশ দিয়েছেন সাতটি কাজের : রোগীর খোঁজ-খবর নেওয়া, জানাযার সঙ্গে যাওয়া, হাঁচি দাতার জন্য দু‘আ করা, দুর্বলকে সাহায্য করা, মাযলূমের সহায়তা করা, সালাম প্রসার করা কসমকারীর কসম পূর্ণ করা । আর নিষেধ করেছেন (সাতটি কাজ থেকে) : রূপার পাত্রে পানাহার, সোনার আংটি পরিধান, রেশমী জ্বিনের উপর সাওয়ার হওয়া, মিহিন রেশমী কাপড় পরিধান, পাতলা রেশম কাপড় ব্যবহার, রেশম মিশ্রিত কাতান কাপড় পরিধান এবং গাঢ় রেশমী কাপড় পরিধান করা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন