৫৮০৭/১৪: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত সাহল ইব্ন সা‘দ (রাঃ) থেকে
বর্ণিত । তিনি বলেন : একবার এক ব্যক্তি নবী (সাঃ) এর কোন এক হুজরায় উঁকি মেরে তাকালো
।তখন নবী (সাঃ) এর কাছে একটা ‘মিদরা’ ছিলো, যা দিয়ে তিনি তাঁর মাথা চুলকাচ্ছিলেন ।
তখন তিনি বললেন : যদি আমি জানতাম যে তুমি উঁকি মারবে, তবে এদিয়ে তোমার চোখ ফুঁড়ে দিতাম
। তাকানোর জন্য অনুমতি গ্রহণের বিধান দেওয়া হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন