শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮২৬ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮২৬/৩৩: মুহাম্মদ ইব্ন মুকাতিল (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, আবূ সুফিয়ান ইব্ন হারব তাকে বলেছেন : হিরাক্লিয়াস আবূ সুফিয়ান কে ডেকে পাঠালেন, কুরায়শদের ঐ দলসহ যারা ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিলেন । তারা সবাই তার নিকট উপস্থিত হলেন । এরপর তিনি ঘটনার বর্ণনা করেন । শেষভাগে বললেন যে, তারপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ (সাঃ) এর পত্রখানি আনালেন এবং তা পাঠ করা হল । এতে ছিল বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মদ এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি “আস্সালামু আলা মানিত্তাবাআ আলহুদা” “শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা সপথের অনুসরন করেছে”।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন