শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮২৭ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮২৭/৩৪: লায়স (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বনী ইস্রাঈলের এক ব্যক্তির কথা উল্লেখ করে বললেন যে, সে এক খন্ডকাঠ খোদাই করে এর ভেতর এক হাজার দীনার ভর্তি করে রাখল এবং এর মালিকের প্রতি লেখা একখানা চিঠিও রেখে দিল । আর উমর ইব্ন আবূ সালামা সূত্রে আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) বলেছেনঃ একব্যক্তি একখন্ড কাঠ খোদাই করে তার ভেতরে কিছু মাল রেখে দিল এবং এর সাথে তার প্রাপকের প্রতি একখানা পত্রও ভরে দিল, যার মধ্যে লেখা ছিল, অমুকের পক্ষ থেকে অমুকের প্রতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন