৫৮১১/১৮: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে
বর্ণিত । তিনি বলেন একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম । এমন সময় হঠাৎ আবূ মূসা (রাঃ) ভীত
সন্ত্রস্থ হয়ে এসে বললেন : আমি তিনবার উমর (রাঃ) এর নিকট অনুমতি চাইলাম, কিন্তু আমাকে
অনুমতি দেওয়া হলো না । তাই আমি ফিরে এলাম । উমর (রাঃ) তাকে জিজ্ঞাসা করলেন : তোমাকে
ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল ? আমি বললাম : আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চাইলাম,
কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না । তাই আমি ফিরে এলাম । (কারণ) রাসূলুল্লাহ (সাঃ)
বলেছেন : যদি তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায় । কিন্তু তাকে অনুমতি দেওয়া না
হয় তবে সে যেন ফিরে যায় । তখন উমর (রাঃ) বললেন : আল্লাহর কসম! তোমাকে এ কথার উপর অবশ্যই
প্রমাণ প্রতিষ্ঠিত করতে হবে । তিনি সবাইকে জিজ্ঞেস করলেন : তোমাদের মধ্যে কেউ আছে কি
? যিনি নবী (সাঃ) থেকে এ হাদীস শুনেছে ? তখন উবাই ইব্ন কাব (রাঃ) বললেন : আল্লাহর কসম!
আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্ব কনিষ্ঠ ব্যক্তিই উঠে দাঁড়াবে । আর আমিই দলের সর্ব
কনিষ্ঠ ছিলাম । সুতরাং আমি তাঁর সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম : নবী (সাঃ) অবশ্যই একথা বলেছেন
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন