৫৮২২/২৯: আবুল ইয়ামান (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন,
একবার একদল ইয়াহূদী রাসূলুল্লাহ্ (সাঃ) এর নিকট এসে বললঃ আস্সামু আলাইকা (তোমার মৃত্যু
হোক, নাউজুবিল্লাহ)। আমি একথার মর্ম বুঝে বললামঃ আলাইকমুস্সামু ওয়াল লানাতু (তোমাদের
উপর মৃত্যু ও লানত)। নবী (সাঃ) বললেনঃ হে আয়িশা! তুমি থামো । আল্লাহ সর্বাবস্থাই বিনয়
পছন্দ করেন । আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ্! তারা যা বললোঃ তা কি আপনি শুনেন নি ? রাসূলুল্লাহ
(সাঃ) বললেনঃ এ জন্যই আমিও বলেছি, ওয়া আলাইকুম(তোমাদের উপরও) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন