৫৮২১/২৮: ইব্ন বুকায়র (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন কা’ব (রাঃ) বলেনঃ যখন
কা’ব ইব্ন মালিক (রাঃ) তাবূকের যুদ্ধে অংশ গ্রহণ না করে পশ্চাতে রয়ে যান, আর রাসূলুল্লাহ্
(সাঃ) তার সাথে সালাম কালাম করতে সবাইকে নিষেধ করে দেন । (তখনকার ঘটনা) আমি কা’ব ইব্ন
মালিক (রাঃ) কে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) এর কাছে আসতাম এবং তাঁকে সালাম
করতাম আর মনে মনে বলতাম যে, আমার সালামের জবাবে তাঁর ঠোট দু’খানা নড়ছে কিনা । পঞ্চাশ
দিন পূর্ণ হলে নবী (সাঃ) ফজরের সালাতের সময় ঘোষণা দিলেন যে, আল্লাহ তা’আলা আমাদের তাওবা
কবূল করেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন