৫৮১৭/২৪: ইসহাক ইব্ন মানসূর (রঃ) ……… হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
। একব্যক্তি মসজিদে প্রবেশ করল । তখন রাসূলুল্লাহ্ (সাঃ) মসজিদের একপার্শ্বে উপবিষ্ট
ছিলেন । সে সালাত আদায় করে এসে নবী (সাঃ) কে সালাম করল । নবী (সাঃ) বললেনঃ ওয়া আলাইকাস্
সালাম; তুমি ফিরে যাও এবং সালাত আদায় কর । কেননা তুমি সালাত আদায় করনি । সে ফিরে গিয়ে
সালাত আদায় করে এসে আবার সালাম করল । নবী (সাঃ) বললেনঃ ওয়া আলাইকাস্ সালাম; তুমি ফিরে
যাও এবং সালাত আদায় কর । কেননা তুমি সালাত আদায় করনি । সে ফিরে গিয়ে সালাত আদায় করে
এসে আবার সালাম করল । তখন সে দ্বিতীয় বারের সময় অথবা তার পরের বারে বললঃ ইয়া রাসূলুল্লাহ্!
আপরি আমাকে সারাত শিখিয়ে দিন । তিনি বললেনঃ যখন তুমি সালাতে দাঁড়াবার ইচ্ছা করবে, তখন
প্রথমে তুমি যথাবিধি অযূ করবে । তারপর কিবলামুখী দাঁড়িয়ে তাকবীর বলবে । তারপর কুরআন
থেকে যে অংশ তোমার পক্ষে সহজ হবে, তা তিলাওয়াত করবে । তারপর তুমি রূকু করবে প্রশান্তভাবে
। তারপর মাথা তুলে ঠিক সোজা হয়ে দাঁড়াবে । তারপর তুমি সিজ্দা করবে প্রশান্তভাবে । তারপর
মাথা তুলে বসবে প্রশান্তভাবে । তারপর সিজ্দা করবে প্রশান্তভাবে । তারপর আবার মাথা তুলে
বসবে প্রশান্তভাবে । তারপর ঠিক এভাবেই তোমার সালাতের সকল কাজ সম্পন্ন করবে । আবূ উসামা
(রাঃ) বলেন, এমনকি শেষে তুমি সোজা হয়ে দাঁড়াবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন