শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮১৬ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮১৬/২৩: আবুল ওয়ালীদ হিশাম ইবন্ আব্দুল মালিক (রঃ) ……… হযরত জাবির (রাঃ) বলেন, আমার পিতার কিছু ঋণ ছিল । এ বিষয়ে আলোচনা করার জন্য আমি নবী (সাঃ) এর কাছে এলাম এবং দরজায় করাঘাত করলাম । তিনি জিজ্ঞাসা করলেনঃ কে? আমি বললামঃ আমি । তখন তিনি বললেনঃ আমি, আমি যেন তিনি অপছন্দ করলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন