৫৮১৪/২১: আব্দুল্লাহ ইব্ন মাসলামা (রঃ) ……… হযরত সাহল ইব্ন সা‘দ (রাঃ) থেকে
বর্ণিত । তিনি বলেন, আমরা জুমু‘আর দিনে আনন্দিত হতাম । রাবী বলেন, আমি তাঁকে বললাম
: কেন ? তিনি বলরেন : আমাদের একজন বৃদ্ধা মহিলা ছিল । সে কোন একজনকে ‘বুদাআ’ নামক খেজুর
বাগানে পাঠাত সে বীট চিনির শিকড় আনতো । তা একটা ডেগচিতে ফেলে সে তাতে কিছুটা যবের দানা
দিয়ে ঘুটত ফলে তাতে এক প্রকার খাবার তৈরী হত । এরপর আমরা যখন জুম‘আর সালাত আদায় করে
ফিরতাম, তখন আমরা ঐ মহিলাকে সালাম দিতাম । তখন সে আমাদের ঐ খাবার পরিবেশন করত আমরা
এজন্য খুশী হতাম । আমাদের অভ্যাস ছিল যে, আমরা জুম‘আর পরেই মধ্যাহ্ন ভোজন ও মধ্যাহ্ন
বিশ্রাম করতাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন