সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৫৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৫৪/১০: ইয়াহ্ইয়া (রঃ) ……… হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, আবূ সুফিয়ান (রাঃ) তাকে জানিয়েছেন যে, (রোম সম্রাট) হিরাক্লিয়াস তাকে ডেকে পাঠায় । আবূ সুফিয়ান (রাঃ) বললেন যে, তিঁনি অর্থা  নবী(সাঃ) আমাদের সালাত আদায় করতে, যাকাত দিতে, পবিত্র থাকতে এবং রক্তের সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আদেশ করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন