৫৫৫৭/১৩: আব্দুর রাহমান (রঃ) ……… হযরত আবূ আইউব আনসারী (রাঃ) থেকে বর্ণিত
যে, এক ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, যা আমাকে জান্নাতে
প্রবেশ করাবে । উপস্থিত রোকজন বললোঃ তার কি হয়েছে? তার কি হয়েছে? রাসূলুল্লাহ (সাঃ)
বললেনঃ তার একটি বিশেষ প্রয়োজন আছে । এরপর নবী (সাঃ) বললেনঃ তুমি আল্লাহর ইবাদত করবে,
তাঁর সঙ্গে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে , যাকাত আদায় করবে এবং আত্নীয়তার
সম্পর্ক রক্ষা করবে । একে ছেড়ে দাও । বর্ণনাকারী বলেনঃ তিনি ঐ সময় তার সাওয়ারীর উপর
ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন