সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৫২ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৫২/০৮: মুহাম্মদ ওয়ালীদ (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) কবীরা গুনাহর কথা উল্লেখ করলেন অথবা তাঁকে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো । তখন তিনি বরলেনঃ আল্লাহর সঙ্গে শরীক করা, মানুষ হত্যা করা, ও মা-বাবার নাফরমানী করা । তারপর তিনি বললেনঃ আমি কি তোমাদের কবীরা গুনাহর অন্যতম গুনাহ সম্পর্কে সতর্ক করবো না ? পরে বললেনঃ মিথ্যা কথা বলা, অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া । শু‘বা (রঃ) বলেন, আমার প্রবল ধারণা যে, তিনি বলেছেনঃ মিথ্যা সাক্ষ্য দেওয়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন