সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৫৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৫৩/০৯: হুমায়দী (রঃ) ……… হযরত আবূ বকর (রাঃ) এর কন্যা হযরত ‘আসমা (রাঃ)’ থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) এর যুগে আমার অমুসলিম মা আমার কাছে এলেন । আমি নবী (সাঃ) এর নিকট জিজ্ঞাসা করলামঃ তার সঙ্গে ভাল ব্যবহার করবো কি না ? তিনি বললেনঃ হ্যাঁ । ইব্ন উয়ায়না (রঃ) বলেন, এ ঘটনা প্রসঙ্গেই আল্লাহ্ তা‘আলা নাযিল করেনঃ যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না তাদের সাথে ভালো ব্যাবহার করতে আল্লাহ্ তোমাদেরকে নিষেধ করছেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন