সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৫৫ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৫৫/১১: মূসা ইব্ন ঈসমা‘ঈল (রঃ) ……… হযরত ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা তিনি এক জোড়া রেশমী ডোরাদার কাপড় বিক্রি হতে দেখেন । এরপর তিনি নবী (সাঃ) কে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ আপনি এটি খরিদ করূন, জুম‘আর দিনে, আর আপনার কাছে যখন প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরবেন । তিনি বললেনঃ এ সে-ই পরতে পারেম যার জন্য কল্যাণের কোন অংশ নেই । এরপর নবী (সাঃ) এর নিকট এ জাতীয় কিছু নকশা করা কাপড় আসে । তিনি তা থেকে এক জোড়া কাপড় হযরত উমর (রাঃ) এর নিকট পাঠিয়ে দেন । তিনি (উমর (রাঃ)) এসে বললেনঃ আমি কিভাবে এটি পরবো ? অথচ এ বিষয়ে আপনি যা বলার তা বলেছেন । নবী (সাঃ) বললেনঃ আমি তোমাকে এটি পরার জন্য দিইনি, বরং এজন্যেই দিয়েছি যে, তুমি ওটা বিক্রি করে দেবে অথবা অন্যকে পরতে দিবে । তখন হযরত উমর (রাঃ) তা মক্কায় তার এক ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, যে তখনও ইসলাম গ্রহণ করে নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন