সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৪৬ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৪৬/০২: কুতায়বা ইব্ন সা‘ঈদ (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট এসে জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার ? তিনি বললেনঃ তোমার মা । লোকটি বললঃ তারপর কে ? নবী (সাঃ) বললেনঃ তোমার মা । সে বললঃ তারপর কে ? তিনি বললেনঃ তোমার মা । সে বললঃ তারপর কে ? তিনি বললেনঃ তারপর তোমার বাবা । ইব্ন শুবরূমা বলেন, ইয়াহইয়া ইব্ন আইউব আবূ যুর‘আ (রাঃ) থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন