সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৪৫ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৪৫/০১: আবুল ওয়ালীদ (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী (সাঃ) কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে বেশী পছন্দনীয় ? তিনি বললেনঃ সময় মত সালাত আদায় করা । আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) জিজ্ঞেস করলেনঃ তারপর কোনটি ? তিনি বললেনঃ মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করা । আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) জিজ্ঞেস করলেনঃ তারপর কোনটি ? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা । আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) বললেনঃ নবী (সাঃ) এগুলো সম্পর্কে আমাকে বলেছেন । আমি যদি তাঁকে আরও বেশী প্রশ্ন করতাম, তিনি আমাকে অধিক জানাতেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন