সোমবার, ৬ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৫০ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৫০/০৬: হযরত সা‘দ ইব্ন হাফস মুগীরা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা তোমাদের উপর হারাম করেছেন, মা-বাবার নাফরমানী করা, প্রাপকের প্রাপ্য আটক রাখা, যে জিনিস গ্রহণ করা তোমাদের জন্য ঠিক নয়, তা তলব করা এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া । আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন গল্প-গুজব করা, অপ্রয়োজনীয় প্রশ্ন করা ও সম্পদ নষ্ট করা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন