৫৫৫১/০৭: ইসহাক (রঃ) ……… হযরত আবূ বাকরা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন,
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না
? আমরা বললামঃ অবশ্যই সতর্ক করবেন, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ আল্লাহর সঙ্গে শরীক
করা, পিতা-মাতার নাফরমানী করা । এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে বসাছিলেন । এরপর (সোজা
হয়ে) বসলেন এবং বললেনঃ মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, দু‘বার করে বললেন এবং ক্রমাগত
এ কথাই বলে চললেন । এমকি আমি বললাম, তিনি মনে হয় থামবেন না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন