৫৬২২/৭৮: উমর ইব্ন হাফস (রঃ) ……… হযরত সুলায়মান ইব্ন সুরাদ (রাঃ) নামক নবী
(সাঃ) এর জনৈক সাহাবী থেকে বর্ণিত । তিনি বলেনঃ দু‘জন লোক নবী (সাঃ) এর সামনে একে অন্যকে
গালি দিচ্ছিল । তাদের একজন এত ক্রুদ্ধ হয়েছিল যে, তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল ।
তখন নবী (সাঃ) বললেনঃ আমি অবশ্যিই একটিই কালিমা জানি । যদি সে ঐ কালিমাটি পড়তো, তাহলে
তার ক্রোধ চলে যেত ।তখন এক ব্যক্তি তার নিকট গিয়ে নবী (সাঃ) এর ঐ কথাটি তাকে জানালো
। আর বললো যে, তুমি শয়তান থেকে পানাহ্ চাও । তখন সে বললোঃ আমার মধ্যে কি কোন রোগ দেখা
যাচ্ছে? আমি কি পাগল? তুমি চলে যাও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন