রবিবার, ২৯ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬১৬ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১৬/৭২: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন যামআ (রঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) মানুষের বায়ূ নির্গমনে কাউকে হাসতে নিষেধ করেছেন । তিনি আরও বলেছেনঃ তোমাদের কেউ কেন তার স্ত্রীকে ষাঁড়কে পিটানোর মত প্রহার করবে ? পরে হয়ত, সে আবার তার সাথে গলাগলিও করবে । সাওরী, ওহায়ব ও আবূ মু‘আবিয়া (রঃ), হিশাম (রঃ) থেকে বর্ণনা করেন, ‘ষাঁড় পিটানোর স্থলে ‘দাসকে বেত্রাঘাত করার মত’ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন