রবিবার, ২৯ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬২৯ (আচার-ব্যবহার অধ্যায়)


৫৬২৯/৮৫: ইব্ন সালাম (রঃ) ……… হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার নবী (সাঃ) মদীনার কোন বাগানের বাইরে গেলেন । তখন তিনি এমন দুজন লোকের আওয়াজ শুনলেন, যাদের কবরে আযাব দেওয়া হচ্ছিল । তিনি বললেনঃ তাদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে । তবে বেশী গুনাহের দরূন আযাব দেওয়া হচ্ছে না । আর তাহলো কবীরা গুনাহ । এদের একজন পেশাবের সময় সতর ঢাকতো না । আর অপরজন চোগলখোরী করে বেড়াতো । তারপর তিনি একটা কাঁচা ডাল আনিয়ে তা ভেংগে দুটুকরো করে, এ কবরে এক টুকরা আর ঐ কবরে এক টুকরা গেড়ে দিলেন এবং বললেনঃ এ দুটি যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ র্যন্ত তাদের আযাব হালকা করে দেওয়া হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন