৫৬২৩/৭৯: মুসাদ্দাদ (রঃ) ……… হযরত উবাদা ইব্ন সামিত (রাঃ) থেকে বর্ণিত ।
তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (সাঃ) লোকদের ‘লায়লাতুল কদর’ সম্বদ্ধে জানানোর জন্য বেরিয়ে
আসলেন । তখন দু‘জন মুসলমান ঝগড়া করছিলেন । নবী (সাঃ) বললেনঃ আমি ‘লায়লাতুল কদর’ সম্পর্কে
তোমাদের খবর দিতে বেরিয়ে এসেছিলাম । এ সময় অমুক, অমুক পরস্পর ঝগড়া করছিল । এজন্য ঐ
খবরের ‘ইলম’ আমার থেকে তুলে নেওয়া হয়েছে । এটা হয়তঃ তোমাদের জন্য কল্যাণকরই হবে । অতএব
তোমরা তা রমযানের শেষ দশকের নবম, সপ্তম ও পঞ্চম
রাতে তালাশ করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন