৫৬১০/৬৬: সাঈদ ইব্ন আবূ মারইয়াম (রঃ) ……… সাহল ইব্ন সা‘দ (রাঃ) থেকে বর্ণিত
। তিনি বলেনঃ এক মহিলা (সাঃ) এর খিদমতে একখানা বুরদাহ্ নিয়ে আসলেন । সাহল (রাঃ) লোকজনকে
জিজ্ঞাসা করলেনঃ আপনারা কি জানেন বুরদাহ কি? তারা বললেনঃ তা চাদর । সাহল (রাঃ) বললেনঃ
এটি এমন চাদর যা ঝালরসহ বোনা হয়েছে এরপর সেই
মহিলা আরয করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনাকে এটি পরিধানের জন্য দিলাম । নবী (সাঃ)
চাদরখানা এমন ভাবে গ্রহণ করলেন, যেন এটি তাঁর দরকার ছিল । এরপর তিনি এটি পরিধান করলেন
। এরপর সাহাবীদের মধ্যে থেকে এক ব্যক্তি সেটি তাঁর দেহে দেখে আরয করলেনঃ ইয়া রাসূলাল্লাহ!
এটা কতইনা সুন্দর! আপনি এটি আমাকে দিয়ে দিন
। নবী (সাঃ) বললেনঃ হ্যাঁ (দিয়ে দিব) । নবী (সাঃ) উঠে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা
তাকে দোষারোপ করে বললেনঃ তুমি ভাল কাজ করোনি । যখন তুমি দেখলে যে,তিনি চাদরখানা এমন
ভাবে গ্রহণ করেছেন, যেন এটি তাঁর প্রয়োজন ছিল । এরপরও তুমি সেটা চেয়ে বসলে । অথচ তুমি
অবশ্যই জানো যে, তাঁর কাছে যখনই কোন জিনিস চাওয়া হয়, তখন তিনি কাউকে বিমুখ করেন না
। তখন সেই ব্যক্তি বললোঃ যখন নবী (সাঃ) এটি পরিধান করেছেন, তখন তাঁর বরকত হাসিল করার
আশায়ই আমি একাজ করেছি, যেন আমি এ চাদরটাকে আমার কাফনবানাতে পারি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন