৫৬২১/৭৭: মুহাম্মদ ইব্ন বাশ্শার (রঃ) ……… হযরত সাবিত ইব্ন যাহ্হাক (রাঃ)
থেকে বর্ণিত । তিনি গাছের নিচে বাই‘আত গ্রহণকারীদের অন্যতম সাহাবী ছিলেন । রাসূলুল্লাহ
(সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের উপর কসম খাবে, সে ঐ ধর্মেরই
শামিল হয়ে যাবে, আর মানুষ যে জিনিসের মালিক নয়, এমন জিনিসের নযর আদায় করা তার উপর ওয়াজিব
নয় । আর কোন ব্যক্তি দুনিয়াতে যে জিনিস দ্বারা আত্নহত্যা করবে, কিয়ামতের দিন সে জিনিস
দিয়েই তাকে আযাব দেওয়া হবে । কোন ব্যক্তি কোন মু‘মিনের উপর অভিশাপ দিলে, তা তাকে হত্যা
করারই শামিল হবে । আর কোন মু‘মিনকে কাফির বলে অপবাদ দিলে, তাও তাকে হত্যা করারই মত
হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন