রবিবার, ২৯ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬১৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১৩/৬৯: হাফস ইব্ন উমর (রঃ) ……… হযরত আস্ওয়াদ (রঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি হযরত আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলামঃ নবী (সাঃ) নিজ গৃহে কী কাজে রত থাকতেন? তিনি বললেনঃ তিনি সাধারণ গৃহ-কর্মে ব্যস্ত থাকতেন । আর যখন সালাতের সময় হয়ে যেত, তখন উঠে সালাতে চলে যেতেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন