৫৬১৭/৭৩: মুহাম্মদ ইব্ন মুসান্না (রঃ) ……… হযরত ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত
। তিনি বলেন, নবী (সাঃ) মিনায় (খুতবা দানকালে) জিজ্ঞাসা করলেনঃ তোমরা কি জানো আজ কোন
দিন? সকলেই বললেনঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই অধিক অবগত আছেন । তখন নবী (সাঃ) বললেনঃ আজ
একটি হারাম (সম্মানিত) দিন । তিনি আবার জিজ্ঞাসা করলেনঃ তোমরা কি জান এটি কোন শহর?
সবাই জবাব দিলেনঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই বেশী জানেন । তখন নবী (সাঃ) বললেনঃ এটি একটি
হারাম (সম্মানিত) শহর । তিনি আবার জিজ্ঞাসা করলেনঃ তোমরা কি জান এটি কোন মাস? সকলেই
বললেনঃ আল্লাহ্ ও তাঁর রাসূলই অধিক অবগত আছেন । তখন নবী (সাঃ) বললেনঃ এটি একটি হারাম
(সম্মানিত) মাস । তারপর তিনি বললেনঃ আল্লাহ্ তা‘আলা তোমাদের জান, মাল ও ইজ্জত-আবরুকে
হারাম (সম্মানিত) করেছেন, যেমন হারাম (সম্মানিত) তোমাদের এদিনটি, তোমাদের এমাস ও তোমাদের
এ শহর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন