৫৬২৬/৮২: ইয়াহইয়া (রঃ) ……… হযরত ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন,
একদিন রাসূলুল্লাহ (সাঃ) দু‘টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন । তখন তিনি বললেনঃ নিশ্চয়ই
এ দু‘জন কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে । তবে বড় কোন গুনাহের কারণে কবরে তাদের আযাব দেয়া
হচ্ছে না । এই কবরবাসী পেশাব করার সময় সতর ঢাকতোনা । আর ঐ কবরবাসী গীবত করে বেড়াত ।
রেপর তিনি খেজুরের একটি কাঁচা ডাল আনিয়ে সেটি দু‘টুকরো করে এক টুকরা এ কবরটির উপর এবং
এক টুকরা ঐ কবরটির উপর গেড়ে দিলেন । তারপর বললেনঃ এ ডালের টুকরো দু‘টি শুকানো পর্যন্ত আল্লাহ তা‘আলা অবশ্যই
তাদের আযাব কমিয়ে দিবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন