৫৬২৮/৮৪: সাদাকা ইব্ন ফাযল (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, একবার একব্যক্তি রাসূলুল্লাহ্ (সাঃ) এর নিকট আসার অনুমতি চাইলে তিনি বললেনঃ তাকে অনুমতি দাও । সে বংশের নিকৃষ্ট ভাই অথবা বললেনঃ সে গোত্রের নিকৃষ্ট সন্তান । লোকটি ভিতরে আসলে তিনি তার সাথে নম্রভাবে কথাবার্তা বললেন । তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্? আপনি এব্যক্তি সম্পর্কে যা বলার তা বলেছেন ।পরে আপনি তার সাথে নম্রতার সাথে কথাবার্তা বললেন । তখন তিনি বললেনঃ হে আয়িশা! নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে-ই যার অশালীনতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংশ্রব ত্যাগ করে ।
কুরআন শরীফ,বুখারী শরীফ,মুসলিম শরীফ,নাসায়ী শরীফ,আবু দাউদ শরীফ,তিরমিযী শরীফ,ইবনে মাজাহ শরীফ
রবিবার, ২৯ জুলাই, ২০১২
হাদিস নং: ৫৬২৮ (আচার-ব্যবহার অধ্যায়)
৫৬২৮/৮৪: সাদাকা ইব্ন ফাযল (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, একবার একব্যক্তি রাসূলুল্লাহ্ (সাঃ) এর নিকট আসার অনুমতি চাইলে তিনি বললেনঃ তাকে অনুমতি দাও । সে বংশের নিকৃষ্ট ভাই অথবা বললেনঃ সে গোত্রের নিকৃষ্ট সন্তান । লোকটি ভিতরে আসলে তিনি তার সাথে নম্রভাবে কথাবার্তা বললেন । তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্? আপনি এব্যক্তি সম্পর্কে যা বলার তা বলেছেন ।পরে আপনি তার সাথে নম্রতার সাথে কথাবার্তা বললেন । তখন তিনি বললেনঃ হে আয়িশা! নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে-ই যার অশালীনতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংশ্রব ত্যাগ করে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন