রবিবার, ২৯ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬২৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬২৪/৮০: উমর ইব্ন হাফস (রঃ) ……… হযরত আবূ যার (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ তাঁর উপর একখানা চাদর ও তাঁর গোলামের গায়ে একখানা চাদর দেখে বললাম, যদি আপনি ঐ চাদরটি নিতেন ও পরিধান করতেন, তাহলে আপনার এক জোড়া হয়ে যেত আর গোলামকে অন্য কাপড় দিয়ে দিতেন । তখন আবূ যার (রা্ঃ) বললেনঃ একদিন আমার ও আরেক ব্যক্তির মধ্যে কথাবার্তা হচ্ছিল । তার মা ছিল জনৈক অনারব মহিলা। আমি তার মা তুলে গালি দিলাম । তখন লোকটি নবী (সাঃ) এর নিকট তা বলল । তিনি আমাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি অমুক কে গালি দিয়েছ ? আমি বললামঃ হ্যাঁ । তিনি বললেনঃ তুমি কি তার মা তুলে গালি দিয়েছ ? আমি বললামঃ হ্যাঁ । তিনি বললেনঃ নিশ্চয়ই তুমি তো এমন ব্যক্তি যার মধ্যে জাহেলী যুগের আচরন বিদ্যমান । আমি বললামঃ এখনো ? এ বৃদ্ধ বয়সেও ? তিনি বললেনঃ হ্যাঁ । তারা তো তোমাদেরই ভাই । আল্লাহ তা‘আলা ওদের তোমাদের অধীন করেছেন । সুতরাং আল্লাহ তা‘আলা যার ভাইকে তার অধীন করে দেন, সে নিজে যা খায়, তাকেও যেন তা খাওয়ায় । সে নিজে যা পরে,তাকেও যেন তা পরায় । আর তার উপর যেন এমন কোন কাজের চাপ না দেয়, যা তার শক্তির বাইরে । আর যদি তার উপর এমন কঠিন কাজের চাপ দিতেই হয়, তাহলে সে নিজেও যেন তাকে সাহায্য করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন