৫৬০৯/৬৫: উমর ইব্ন হাফস (রঃ) ……… মাসরূক (রঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ
একবার আমরা আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) এর নিকট বসাছিলাম । তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা
করছিলেন । তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ) স্বভাবত অশালীন ছিলেন না এবং তিনি ইচ্ছা করেও
কাউকে অশালীন কথা বলতেন না । তিনি বলতেনঃ তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র ভাল, সেই
তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন