সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৫৯০ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯০/৪৬: মুহাম্মদ ইব্ন মিনহাল (রঃ) ……… হযরত ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ জিব্রাইল (আঃ) বরাবরই আমাকে প্রতিবেশী সম্পর্কে অসীয়ত করে থাকেন । এমনকি আমার মনে হয় যে, অচিরেই তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন ।

হাদিস নং: ৫৫৯১ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯১/৪৭: আসিম ইব্ন আলী (রঃ) ……… হযরত আবূ শুরায়হ্ (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) একদা বলছিলেনঃ আল্লাহ্র কসম! সে ব্যক্তি মু‘মিন নয় । আল্লাহ্র কসম! সে লোক মু‘মিন নয় । আল্লাহ্র কসম! সে লোক মু‘মিন নয় । জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ্ কে সে লোক ? নবী (সাঃ) বললেনঃ যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না ।

হাদিস নং: ৫৫৯২ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯২/৪৮: আব্দুল্লাহ্ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলতেনঃ হে মুসলিম মহিলাগণ! কোন প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে (তার পাঠানো হাদিয়া ফেরত দিয়ে) হেয় প্রতিপন্ন না করে । যদিও তা বকরীর পায়ের ক্ষুর হোক না কেন ।

হাদিস নং: ৫৫৯৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯৩/৪৯: কুতায়ব ইব্ন সাঈদ (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে ইমান রাখে, সে যে তার মেহমানকে সম্মান করে । যে আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় । যে আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে ।

হাদিস নং: ৫৫৯৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯৪/৫০: আব্উল্লাহ্ ইব্ন্ ইউসুফ (রঃ) ……… হযরত আবূ শুরায়হ্ আদাবী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) যখন কথা বলছিলেন, তখন আমার দু‘কান (সে কথা) শুনছিলো ও আমার দু‘চোখ (তাঁকে) দেখছিলো । তিনি বলছিলেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশী কে সম্মান করে । যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিনের উপর বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে তার প্রাপ্যের ব্যাপারে । জিজ্ঞেস করা হলোঃইয়া রাসূলাল্লাহ্! মেহমানের প্রাপ্য কি ? তিনি বললেনঃ একদিন একরাত ভালরূপে মেহমানদারী করা আর তিন দিন হল (সাধারণ) মেহমানদারী, আর তার চেয়েও বেশী হলে তা হল তার প্রতি অনুগ্রহ । যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে অথবা নীরব থাকে ।

হাদিস নং: ৫৫৯৫ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯৫/৫১: হাজ্জাজ ইব্ন্ মিনহাল (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আমার দু‘জন প্রতিবেশী আছে । আমি তাদের কার নিকট হাদিয়া পাঠাব ? তিনি বললেনঃ যার দরজা (ঘর) নিকটবর্তী, তার কাছে (পাঠাবে) ।