সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৫৯৮ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯৮/৫৪: আবুল ওয়ালীদ (রঃ) ……… হযরত আদী ইব্ন হাতিম (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার নবী (সাঃ) জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন । তারপর তা থেকে পানাহ্ চাইলেন এবং মুখ ফিরিয়ে নিলেন । পরে আবার জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন, তারপর তা থেকে পানাহ্ চাইলেন এবং মুখ ফিরিয়ে নিলেন । শু‘বা (রঃ) বলেনঃ দু‘বার যে বলেছেন, এতে আমার কোন সন্দেহ নেই । তারপর নবী (সাঃ) বললেনঃ তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক এক টুকরা খেজুর দিয়ে হলেও । যদি তা না পাও, তাহলে মধুর ভাষা বিনিময়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন