সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০০ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০০/৫৬: আব্দুল্লাহ্ ইব্ন্ আব্দুল ওহ্হাব (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত । একদা এক বেদুঈন মসজিদে পেশাব করলো । লোকেরা উঠে (তাকে মারার জন্য) তার দিকে গেল । রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ তার পেশাব করা বন্ধ করো না । তারপর তিনি এক বালতি পানি আনালেন এবং পানি পেশাবের উপর ঢেলে দেয়া হলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন