সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৫৯৭ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯৭/৫৩: আদম (রঃ) ……… হযরত আবূ মূসা আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ প্রত্যেক মুসলমানেরই সাদাকা করা আবশ্যক । উপস্থিত লোকজন বললোঃ যদি সাদাকা করার মত কিছু না পায় । তিনি বললেনঃ তাহল সে নিজের হাতে কাজ করবে । এতে সে নিজেও উপকৃত হবে এবং সাদাকা করবে । তারা বললোঃ যদি সে সক্ষম না হয় অথবা বলেছেন, যদি সে না করে ? তিনি বললেনঃ তাহলে সে যেন বিপদগ্রস্থ মাযলূমের সাহায্য করে । লোকেরা বললোঃ সে যদি না করে ? তিনি বললেনঃ তাহলে সে স কাজের নির্দেশ দিবে অথবা বলেছেন, সাওয়াবের কাজের আদেশ দিবে । তারা বললোঃ তাও যদি সে না করে ? তিনি বললেনঃ তাহলে সে যেন মন্দ কাজ থেকে বেঁচে থাকে । কারণ, এই তার জন্য সাদাকা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন