সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৫৯৯ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯৯/৫৫: আব্দুল আযীয (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ইয়াহুদীদের একটি দল নবী (সাঃ) এর কাছে এসে বললোঃ “আস্সামু আলাইকু” তোমাদের উপর মৃত্যু আসুক । হযরত আয়িশা (রাঃ) বলেনঃ আমি এ কথার অর্থ বুঝলাম এবং বললামঃ “ওয়াআলাইকুমু স্সামু ওল্লানত” তোমাদের উপরও মৃত্যু ও লা‘নত আসুক । হযরত আয়িশা (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ থাম, হে আয়িশা! আল্লাহ্ সকল কাজে নম্রতা ভালবাসেন । আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি শোনেন নি, তারা কি বলেছে ? রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ আমি বলেছি “আলাইকুম” তোমাদের উপরও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন