সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০৩/৫৯: হাফস্ ইব্ন উমর ও কুতায়বা (রঃ) ……… মাসরূক (রঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা আব্দুল্লাহ্ ইব্ন আমর (রাঃ) এর নিকট এমন সময় গেলাম, যখন তিনি মু‘আবিয়া (রঃ) এর সাথে কুফায় আগমন করেন । তিনি রাসূলুল্লাহ্ (সাঃ) এর কথা উল্লেখ করে বললেনঃ রাসূলুল্লাহ্ (সাঃ) স্বভাবগত অশালীন ছিলেন না, আর ইচ্ছাকৃত ভাবেও অশালীন উক্তি করতেন না । তিনি আরও বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম ঐ ব্যক্তি, যে স্বভাবে সর্বোত্তম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন