সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০৭ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০৭/৬৩: আমর ইব্ন আওন (রঃ) ……… হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (সাঃ) মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, সবার চাইতে অধিক দানশীল এবং লোকদের মধ্যে সর্বাধিক সাহসী ছিলেন । একদা রাতের বেলায় (একটি বিকট আওয়াজ শুনে) মদীনাবাসীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে । তাই লোকেরা সেই শব্দের দিকে রওনা হয় । তখন তারা নবী (সাঃ) কে সামনা-সামনি পেলেন, তিনি সে আওয়াজের দিকে লোকদের আগেই বের হয়ে গিয়েছিলেন । তিনি বলতে লাগলেনঃ তোমরা ঘাবড়িওনা, তোমরা ঘাবড়িওনা, (আমি দেখে এসেছি, কিছুই নেই) । এ সময় তিনি আবূ তালহা (রাঃ) এর জিন বিহীন ঘোড়ার উপর সওয়ার ছিলেন । আর তাঁর কাঁধে একখানা তলোয়ার ঝুলছিল । এরপর তিনি বললেনঃ অবশ্যে এ ঘোড়াটিকে আমি সমুদ্রের মত (দ্রুতগামী) পেয়েছি । অথবা বললেনঃ এ ঘোড়াটিতো একটি সমুদ্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন