৫৫৯৪/৫০: আব্উল্লাহ্ ইব্ন্ ইউসুফ (রঃ) ……… হযরত আবূ শুরায়হ্ আদাবী (রাঃ)
থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) যখন কথা বলছিলেন, তখন আমার দু‘কান (সে কথা) শুনছিলো
ও আমার দু‘চোখ (তাঁকে) দেখছিলো । তিনি বলছিলেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিনের উপর
বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশী কে সম্মান করে । যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ দিনের
উপর বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে তার প্রাপ্যের ব্যাপারে । জিজ্ঞেস
করা হলোঃইয়া রাসূলাল্লাহ্! মেহমানের প্রাপ্য কি ? তিনি বললেনঃ একদিন একরাত ভালরূপে
মেহমানদারী করা আর তিন দিন হল (সাধারণ) মেহমানদারী, আর তার চেয়েও বেশী হলে তা হল তার
প্রতি অনুগ্রহ । যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে অথবা
নীরব থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন