সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০৬ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০৬/৬২: আমর ইব্ন ঈসা (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী (সাঃ) এর নিকট প্রবেশের অনুমতি চাইলো । তিনি লোকটিকে দেখে বললেনঃ সে সমাজের নিকৃষ্ট লোক এবং সমাজের দুষ্ট সন্তান । এরপর সে যখন এসে বসলো, তখন নবী (সাঃ) তার সামনে আনন্দ প্রকাশ করেন এবং উদারতার সাথে মেলামেশা করেন । লোকটি চলে গেলে আয়িশা (রাঃ) তাঁকে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূল্লাহ! যখন আপনি লোকটিকে দেখলেন তখন তার সম্পর্কে এরূপ বললেন, পরে তার সাথে আপনি সহাস্যে ও উদার প্রাণে সাক্ষা করলেন । তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ হে আয়িশা! তুমি কখন আমাকে অশালীন রূপে পেয়েছ? কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকেমানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, যার বদ স্বভাবের কারণে মানুষ তাকে পরিত্যাগ করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন