সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০৪/৬০: মুহাম্মদ ইব্ন সালাম (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । একবার একদল ইয়াহুদী নবী (সাঃ) এর নিকট এসে বললোঃ “আস্-সামু আলাইকুম” (আপনার উপর মরণ আসুক) । হযরত আয়িশা (রাঃ) বললেনঃ তোমাদের উপরই এবং তোমাদের উপর আল্লাহর লা‘নত ও গযব পতিত হোক । তখন নবী (সাঃ) বললেনঃ হে আয়িশা! তুমি একটু থামো । নম্রতা অবলম্বন করা তোমার কর্তব্য । রূঢ় ব্যবহার ও অশালীন আচরণ পরিহার করো । আয়িশা (রাঃ) বললেনঃ তারা যা বলেছে, তা কি আপনি শোনেন নি ? নবী (সাঃ) বললেনঃ আমি যা উত্তর দিলাম, তুমি কি তা শোননি ? আমি তাদের এ কথাটা তাদের উপর ফিরিয়ে দিয়েছি । সুতরাং আমার কথাই তাদের ব্যাপারে কবূল হবে আর আমার ব্যাপারে তাদের কথা কবূল হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন