সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৫৯২ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৯২/৪৮: আব্দুল্লাহ্ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলতেনঃ হে মুসলিম মহিলাগণ! কোন প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে (তার পাঠানো হাদিয়া ফেরত দিয়ে) হেয় প্রতিপন্ন না করে । যদিও তা বকরীর পায়ের ক্ষুর হোক না কেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন