সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০২ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০২/৫৮: মুহাম্মদ ইব্ন আলা (রঃ) ……… হযরত আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সাঃ) এর নিকট কোন ভিখারী অথবা অভাবগ্রস্থ লোক আসলে তিনি বলতেনঃ তোমরা সুপারিশ করো, তাহলে তোমরা সাওয়াব পাবে । অবশ্য আল্লাহ্ তা‘আলা তাঁর রাসূলের দু‘আ অনুযায়ী যা ইচ্ছা তা দেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন