সোমবার, ৩০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬০১ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬০১/৫৭: মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত আবূ মূসা আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ মু‘মিন মু‘মিনের জন্য ইমারতের ন্যায়, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে রাখে । এরপর তিনি (হাতের) আঙ্গুলগুলো (আরেক হাতের) আঙ্গুল (এর ফাঁকে) ঢুকালেন । তখন নবী (সাঃ) উপবিষ্ট ছিলেন । এমন সময় এক ব্যাক্তি কিছু প্রশ্ন করার জন্য কিংবা কোন প্রয়োজন পুরণের জন্য এলো । তখন নবী (সাঃ) আমাদের দিকে ফিরে তাকালেন এবং বললেনঃ তোমরা তার জন্য (কিছু দেওয়ার) সুপারিশ করো । এতে তোমাদের সাওয়াব দেওয়া হবে । আল্লাহ্ তাঁর নবীর আবেদন অনুযায়ী যা ইচ্ছা তা করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন