রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৮৪ (দু‘আ অধ্যায়)

৫৮৮৪/১৯: মুসাদ্দাদ (রঃ) ……… শাদ্দাদ ইব্ন আওস (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো : “ইয়া আল্লাহ! আপনিই আমার পালনকর্তা । আপনি ছাড়া আর কোন মাবুদ নেই । আপনিই আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনারই গোলাম । আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গিকারের উপর সুদৃঢ়ভাবে কায়েম আছি । আমি আমার প্রতি আপনার নিয়ামত স্বীকার করছি এবং কৃতগুনাহসমূহকে স্বীকার করছি । সুতরাং আমাকে ক্ষমা করে দিন । কারন আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই । আমি আমার কৃতগুনাহের মন্দ পরিণাম থেকে আপনার কাছে পানাহ্ চাচ্ছি ।” যে ব্যক্তি সন্ধ্যা বেলায় এ দু’আ পড়বে, আর এ রাতেই মারা সে জান্নাতে প্রবেশ করবে । রাবী বলেন, অথবা তিনি বলেছেন : সে হবে জান্নাতী । আর যে ব্যক্তি সকালে এ দু’আ পড়বে, আর এ দিনই মারা যাবে সেও অনুরূপ জান্নাতী হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন