রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৮১ (দু‘আ অধ্যায়)

৫৮৮১/১৬: আহমদ ইব্ন ইউনুস (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন : যদি তোমাদের কেউ শয্যা গ্রহণ করতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয় । কারণ, সে জানেনা যে, বিছানার উপর তার অবর্তমানে কষ্টদায়ক কোন কিছু রয়েছে কিনা । তারপর পড়বে : “হে আমার প্রতিপালক! আপনারই নামে আমার দেহখানা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠাবো । যদি আপনি ইতিমধ্যে আমার জান কবয করে নে; তাহলে , তার উপর দয়া করবেন । আর যদি তা আমাকে ফিরিয়ে দেন, তবে তাকে এমনভাবে হিফাযত করবেন, যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হিফাযত করে থাকেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন