রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৮২ (দু‘আ অধ্যায়)

৫৮৮২/১৭: আব্দুল আযীয ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেন : প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকী থাকতে আমাদের পরওয়ারদেগার আমাদের নিকটতম আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন : আমার নিকট দু’আ করবে কে ? আমি তার দু’আ কবূল করবো । আমার নিকট কে চাবে ? আমি তাকে দান করবো । আমার কাছে কে তার গুনাহ মাফী চাবে ? আমি তাকে মাফ করে দেবো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন