রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৭৪ (দু‘আ অধ্যায়)

৫৮৭৪/০৯: সাঈদ ইব্ন রাবী ও মুহাম্মদ ইব্ন আর‘আরা (রঃ) ……… বারা‘আ ইব্ন আযিব (রাঃ) বর্ণনা করেন, নবী (সাঃ) কোন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, অন্য সূত্রে বর্ণনা করেন যে, নবী (সাঃ) এক ব্যক্তিকে অসিয়ত করলেন যে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, তখন তুমি এদু‘আ পড়বে “ইয়া আল্লাহ! আমি আমার প্রাণকে আপনার কাছে সোপর্দ করলাম, আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম, আপনার রহমতের আশায় এবং আপনার গযবের ভয়ে । আপনার নিকট ছাড়া আপনার গযব থেকে পালিয়ে যাওয়ার এবং আপনার আযাব থেকে বেঁচে যাওয়ার আর কোন জায়গা নেই । আপনি যে কিতাব নাযিল করেছেন, আমি তার উপর দৃঢ় বিশ্বাস করছি এবং আপনি যে নবী পাঠিয়েছেন, আমি তাঁর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করছি ।” যদি তুমি এ অবস্থায়ই মরে যাও, তবে তুমি স্বভাবধর্ম ইসলামের উপর মৃত্যুবরণ করবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন