রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৭২ (দু‘আ অধ্যায়)

৫৮৭২/০৭: মুসাদ্দাদ (রঃ) ……… হযরত বারা‘ ইব্ন আযিব (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) আমাকে বললেন : যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও, তখন তুমি সালাতের অযূর ন্যায় অযূ করবে । এরপর ডান পাশের উপর কাত হয়ে শুয়ে পড়বে । আর এ দু‘আ পড়বে, “হে আল্লাহ! আমি আমার চেহারাকে (অর্থা যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গকে) তোমার হাতে সঁপে দিলাম । আর আমার সকল বিষয় তোমারই নিকট সমর্পণ করলাম এবং আমার পিঠখানা তোমার আশ্রয়ে সোপর্দ করলাম । আমি তোমার গযবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত । তোমার নিকট ছাড়া কোন আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান । তুমি যে কিতাব নাযিল করেছ, আমি তার উপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তাঁর উপর ঈমান এনেছি ।” যদি তুমি এ রাতেই মরে যাও, তোমার সে মৃত্যু স্বভাবধর্ম ইসলামের উপরই গণ্য হবে । অতএব তোমার এ দু‘আগুলো যেন তোমার এ রাতের সর্বশেষ কথা হয় । রাবী বারা‘আ বলেন, আমি বললাম : আমি এ কথা মনে রাখবো ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন