রবিবার, ৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৬৫ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮৬৫/৭২: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত ইব্ন উমর (রাঃ) বর্ণনা করেন । আল্লাহর কসম! আমি নবী (সাঃ) এর পর থেকে এ পর্যন্ত কোন ইটের উপর ইট রাখিনি । (অর্থ্যা কোন পাকা ঘর নির্মাণ করিনি) আর কোন খেজুরের চারা লাগাই নি । সুফিয়ান (রাবী) বর্ণনা করেন, আমি এ হাদীসটি তাঁর পরিবারের এক ব্যক্তির নিকট উল্লেখ করলাম । তিনি বললেন : আল্লাহর কসম, তিনি তো নিশ্চয়ই পাকা ঘর নির্মাণ করেছেন । তখন আমি বললাম, তা হলে সম্ভবতঃ এ হাদীসটি তাঁর পাকা ঘর নির্মাণের আগেকার হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন